• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রথম টেস্টে লঙ্কানদের বিরুদ্ধে টাইগারদের ড্র

   ২২ জুন ২০২৫, ০৩:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

গলে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে চার উইকেট হারিয়ে ৭২ রান নেয় শ্রীলঙ্কা। শেষমেষ ৫ ওভার বাকি থাকতেই দুইদল ড্র মেনে নেয়।

এই টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কাও সব উইকেট হারিয়ে ৪৮৫ রান করে। এতে মাত্র ১০ রানের লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে শান্তর সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে শ্রীলঙ্কার টার্গেট দাড়ায় ২৯৬ রান। শেষ দিনের ৩৭ ওভার খেলা বাকি তখন। ব্যাটিংয়ে নেমে ৩২ ওভারে ৪ উইকেট ৭২ রান নেয় শ্রীলঙ্কা। তখন খেলা বাকি আরও পাঁচ ওভার। তবে দুই দলই ড্র মেনে নেয়ায় সেই পাঁচ ওভার খেলা মাঠে গড়ায়নি।

২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে হাতখুলে মারতে থাকেন দুই লংকান ওপেনার লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা। ষষ্ঠ ওভারের শেষ বলে তাইজুলের বলে স্ট্যাম্পিংয়ে কাটা পড়েন উদারা। তার ব্যাট থেকে আসে ৯ বলে ১৩ রান। এরপরে ওভারের দ্বিতীয় বলে নাইমের বলে ক্যাচ আউট হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা। সাজঘরে ফেরার আগে ২৫ বলে ২৪ রান নেন তিনি। এর মধ্যে চারটি চারের মার ছিল। দুই উইকেটে ৩৪ রান করে চা বিরতিতে যায় শ্রীলঙ্কা। বিরতির পর ২০তম ওভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এরপর চান্দিমালের উইকেটও নেন তাইজুল। শ্রীলংকা ৭২ রানে চার উইকেট হারালে দুই দলই ড্র মেনে নেয়।

ক্যারিয়ারের শেষ টেস্ট ইনিংসে ৪৫ বলে মাত্র ৮ রান নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। আউটের পর বাংলাদেশ দলের খেলোয়াড়রা তার সাথে হাত মেলান। মাঠের বাইরে থেকে হাততালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান সতীর্থরা। প্রথম ইনিংসে ৬৯ বলে ৩৯ রান নেন তিনি। এই টেস্টের মাধ্যমে ক্যারিয়ারের ইতি টানলেন ম্যাথিউস।

টেস্টটি ড্র হলেও বাংলাদেশ দলের প্রাপ্তির খাতায় রয়েছে শান্তর দুই ও মুশফিকুর রহিমের একটি সেঞ্চুরি। প্রথম ইনিংসে ১৬৩ রান করেন মুশফিক, তবে শান্ত ১২ রানের জন্য দেড় শতকের দেখা পাননি। দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করে শান্ত। অন্যদিকে, প্রথম ইনিংসে পাঁচটি উইকেট নেন নাইম হাসান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক