ভুটানে ৫ গোলে ম্যাচসেরা বাংলাদেশের কৃষ্ণা


ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের আধিপত্য দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠে নেমে ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে ১২-০ গোলের বিশাল জয়ে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। একাই করেছেন পাঁচ গোল, যার সুবাদে হয়েছেন ম্যাচসেরা।
ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন কৃষ্ণা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে নিজের গোল সংখ্যা নিয়ে যান পাঁচে। দলের মোট ১২ গোলের মধ্যে প্রায় অর্ধেকই এসেছে তার পা থেকে। ভুটান লিগে এটি কৃষ্ণার দ্বিতীয়বার ম্যাচসেরা হওয়ার কীর্তি।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত কৃষ্ণা বলেন, ‘ভালো লাগছে আবারও ম্যাচসেরা হতে পেরেছি। এটা আমার দ্বিতীয়বার। দল বড় ব্যবধানে জিতেছে, সেই জয়ে আমি অবদান রাখতে পেরে খুব আনন্দিত।’
ট্রান্সপোর্ট ইউনাইটেড দলে কৃষ্ণার সঙ্গে আছেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা এবং ডিফেন্ডার মাসুরা পারভীন। রুপনা এ ম্যাচে দারুণ পারফরম্যান্সে ক্লিনশিট নিশ্চিত করেন। যদিও মাসুরা গোল না পেলেও আগের কিছু ম্যাচে গোল করে নিজেকে প্রমাণ করেছেন।
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম অভিজ্ঞ ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। ২০২২ সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে তার জোড়া গোলেই বাংলাদেশ পায় ঐতিহাসিক শিরোপা। তবে ২০২৩ সালে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। ২০২৪ সালের সাফ স্কোয়াডে ফিরলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি।
তবে ভুটান লিগে দুর্দান্ত ফর্মে ফেরায় জাতীয় দলের দরজায় আবারও জোরে কড়া নাড়ছেন কৃষ্ণা। যদিও এখনো ব্রিটিশ কোচ পল বাটলারের নজরে বিশেষভাবে আসতে পারেননি।
সাবিনা খাতুনের পর জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের গতি, স্কিল ও শুটিং দক্ষতা এখনো প্রমাণ করে দিচ্ছে-বাংলাদেশ নারী ফুটবলে কৃষ্ণা রানী সরকারের প্রয়োজনীয়তা এখনও বিদ্যমান।
ভিওডি বাংলা/জা