• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সাগরিকার জোড়া গোলে জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ৬ আগস্ট ২০২৫, ১০:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ শুভসূচনা করেছে। বুধবার লাওসের ভিয়েনতিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে পরাজিত করেছে স্বাগতিক লাওসকে। বাংলাদেশের সাগরিকা জোড়া ও মুনকি একটি গোল করেন।

প্রথমার্ধের ৩৬ মিনিটে প্রথম গোল করেন সাগরিকা। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে তিনি হেড করেন। লাওস গোলরক্ষক তা ঠেকাতে পারেননি। সাগরিকার সেই গোলে লিড নিয়ে প্রথমার্ধে ড্রেসিং রুমে ফেরে বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে স্বাগতিক লাওস সমতা আনার চেষ্টা করে। উল্টো মুনকি আক্তারের গোলে ৫৯ মিনিটে পিছিয়ে পড়ে তারা। দ্রুতগতির আক্রমণে মুনকি বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে দক্ষতার সঙ্গে ফিনিশিং করেন। এক ডিফেন্ডারকে কাটানোর পর লাওস গোলরক্ষক এগিয়ে আসেন সামনে। এরপর গোলরক্ষকের পাশ দিয়ে সাইড পোস্টের পাশ দিয়ে বল জালে পাঠান মুনকি। 

বাংলাদেশ দুই অর্ধেই দুটি গোল বঞ্চিত হয় ক্রসবারের জন্য। সাগরিকা গোল করার মিনিট তিনেক পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে পারত। শিখার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধে মুনকির গোলের পর আরেকটি আক্রমণে বাংলাদেশের ফরোয়ার্ডের হেড ক্রসবারে লাগলে আবারও গোল মিস হয়। 

ম্যাচের ৮৫ মিনিটে স্বাগতিক লাওস গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল পোস্ট থেকে এগিয়ে ছিলেন। তাই লাওস ফরোয়ার্ডের ফিনিশিং সেভ করতে পারেননি। ম্যাচের বাকি সময় লাওস সমতা আনার সর্বাত্মক চেষ্টা করেছে। চার মিনিটের ইনজুরি সময়ে সংঘবদ্ধ এক আক্রমণে সাগরিকা বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। বাংলাদেশ অ-২০ নারী দল সম্প্রতি সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সেই টুর্নামেন্টের ফাইনালেও সাগরিকা একাই চার গোল করেছিলেন। সেই সাগরিকা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে গোল করে চলছেন এশিয়ার বড় মঞ্চেও।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক