• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা ভারতের শিবিরে

স্পোর্টস ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পি.এম.
ছবি: সংগৃহীত

গ্রুপ পর্বের পর সুপার ফোরে ভারতের প্রথম প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। আগামীকাল  রোববার (২১ সেপ্টেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। তবে ভারতের জন্য উদ্বেগের খবর হলো, অক্ষর প্যাটেলকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ওমানের বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পেয়েছেন অক্ষর প্যাটেল। যার ফলে পাকিস্তানের বিপক্ষে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আবুধাবিতে ওমানের ১৫তম ওভারে মিড-অফ থেকে দৌড়ে গিয়ে হাম্মাদ মির্জার শট ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে পড়েন তিনি। মাথা ও ঘাড়ে আঘাত পাওয়ার পর দ্রুত ফিজিও তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং মাঠ ছাড়তে হয়। এরপর তিনি আর মাঠে ফেরেননি।

ওমানের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে অক্ষর ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়েছেন। ম্যাচ শেষে ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ জানান, অক্ষর এখন ভালো আছেন। তবে পাকিস্তানের বিপক্ষে ৪৮ ঘণ্টার মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হবেন কি না, তা নিশ্চিত নয়।

দুবাইয়ে ভারতের ম্যাচগুলোতে তিন স্পিনার খেলেছে-কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল। তার অনুপস্থিতিতে দলের ভারসাম্য কিছুটা পরিবর্তিত হবে। অক্ষর না খেললে স্ট্যান্ডবাই তালিকার রিয়ান পরাগ বা ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়ার সম্ভাবনা আছে। আপাতত ভারতীয় টিম ম্যানেজমেন্ট অক্ষরের মেডিকেল রিপোর্টের অপেক্ষায় আছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
মেসির অ্যাসিস্ট হ্যাটট্রিকে মায়ামির বড় জয়
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
রাগে-দুঃখে মাহফুজের অবসর ঘোষণা
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক
নাকভি ভারতের বিপক্ষে অবস্থানের জন্য পাচ্ছেন স্বর্ণপদক