• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মা হলেন মার্কিন পপ তারকা রিহানা

বিনোদন ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এ.এম.
মার্কিন পপ তারকা রিহানা -ছবি সংগৃহীত

মার্কিন পপ তারকা রিহানা এবং র‍্যাপার এএসএপি রকি দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। তাদের ঘরে জন্ম নিয়েছে কন্যাসন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। এটি রিহানা-রকির তৃতীয় সন্তান।

৩৭ বছর বয়সী রিহানা বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে কন্যার জন্মের খবর প্রকাশ করেন। পোস্টে তিনি নবজাতককে কোলে নেওয়া একটি ছবি ও শিশুদের জুতার ছবি শেয়ার করেন। ক্যাপশনে লেখা হয় সন্তানের নাম, জন্মতারিখ ১৩ সেপ্টেম্বর এবং একটি ফিতার ইমোজি।

এর আগে ২০২৪ সালের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত মেট গালা অনুষ্ঠানে প্রথমবার জানান যে তারা নতুন সন্তানের অপেক্ষায় আছেন। সেসময় রিহানা বিশেষ পোশাক পরে আলোচনায় আসেন, আর রকি ছিলেন অনুষ্ঠানের সহ-সভাপতি।

এই দম্পতির প্রথম সন্তান আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে। দ্বিতীয় কন্যা রায়ট রোজ জন্ম নেয় ২০২৩ সালে। সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় দ্বিতীয় সন্তানের খবর দেন রিহানা।

রিহানা ও রকি ২০২০ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এরপর থেকে দুজনেই ক্যারিয়ারের পাশাপাশি পরিবারকে সময় দিয়ে আসছেন। নয়বারের গ্র্যামি জয়ী রিহানার রয়েছে বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৪টি নাম্বার ওয়ান সিঙ্গেল। ২০১৭ সালে তিনি চালু করেন নিজের প্রসিদ্ধ কসমেটিকস ব্র্যান্ড ফেন্টি বিউটি।

অন্যদিকে এএসএপি রকি ২০১১ সালে এএসএপি মবের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন। তার প্রথম অ্যালবাম ২০১৩ সালে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে ওঠে। তিনি দুইবার গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং সম্প্রতি স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

কন্যার জন্ম নিয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেননি রিহানা-রকি। তবে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভক্তরা অভিনন্দন বার্তায় ভরিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি