• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হেমন্ত

লায়ন মোঃ গনি মিয়া বাবুল    ২৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পি.এম.
লায়ন মোঃ গনি মিয়া বাবুল । ছবি: সংগৃহীত

হেমন্তে শিশির ভেজা সকাল
সূর্যের আলো ঝিলমিল করে,
শেষ রাতে কুয়াশা পড়ে
শীতের আমেজ ভোরের বাতাসে।

শরতের শেষে হেমন্ত আসে
কাঁচা-পাকা ধান আনন্দে হাসে,
অবনত বঙ্গ বধুর বেশে
নবান্ন তোলে হেসে হেসে।

বিকেলে পাখিরা সব কলরব করে
সন্ধ্যায় তারা ঘরে ফেরে,
ঝিঁঝিঁ পোকা গান করে
পল্লী বাংলা বুক চিরে,
হেমন্তে আনন্দ নদীর তীরে
অপরূপ সৌন্দর্য বহন করে।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল ( শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক ও সংগঠক)

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপনজন
আপনজন
নতুনতারা'র '২০০ শ তম' সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
নতুনতারা'র '২০০ শ তম' সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
জীবন ও দুঃখ: কাজী ইমদাদুল
জীবন ও দুঃখ: কাজী ইমদাদুল