বাঁশখালী নারী উন্নয়ন সমিতির বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালীতে নারী উন্নয়ন সমিতি নামে একটি এনজিও–ধর্মীয় সংগঠনের বিরুদ্ধে গ্রাহকদের শত কোটি টাকা আত্মসাৎ এবং ইচ্ছাকৃতভাবে অর্থ ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সঞ্চয় প্রকল্প, মাসিক কিস্তি ও বিনিয়োগের নামে টাকা জমা দিলেও মেয়াদ শেষে অর্থ ফেরত পেতে গেলে সমিতির কর্মকর্তারা টালবাহানা করছেন।
অভিযোগ অনুযায়ী, সমিতির শাখা অফিসগুলোতে প্রতিদিনই টাকা ফেরতের দাবিতে গ্রাহকরা ভিড় জমাচ্ছেন। অনেকে দাবি করেছেন, টাকা ফেরতের কথা বললে কর্মকর্তারা হুমকি, অপমান এবং বিভিন্নভাবে হয়রানি করছেন। কেউ কেউ জানান, অফিসে গেলে দায়িত্বশীলরা দরজা বন্ধ করে রাখেন, আবার কেউ গ্রাহকদের সঙ্গে অসদাচরণ করেন।
এক ক্ষতিগ্রস্ত গ্রাহক বলেন, “আমরা বছর ধরে কিস্তি দিয়ে লাখ লাখ টাকা জমা করেছি। এখন টাকা ফেরত চাইলে তারা নানা অজুহাত দিচ্ছে। কেউ বলে সিস্টেম ডাউন, কেউ বলে স্যার নেই। কিন্তু আসলেই তারা টাকা দিতে চাইছে না।”
আরেক গ্রাহক অভিযোগ করেন, “টাকা চাইতে গেলে উল্টো আমাদের ওপর রাগ দেখায়। এমনকি অফিসে ঢুকতেই দেয় না। এটা খোলামেলা প্রতারণা ছাড়া আর কিছু নয়।”
স্থানীয়দের দাবি, সমিতিটি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সঞ্চয় প্রকল্প পরিচালনা করছে। কিন্তু বিগত কয়েক মাস ধরে গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া, হিসাব গোপন রাখা এবং দায়সারা মনোভাবের কারণে সমিতির কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে সমিতির দায়িত্বশীলদের বক্তব্য জানতে ফোন ও সরাসরি অফিসে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য দিতে রাজি হননি। নারী উন্নয়ন সমিতির পরিচালক শোভা রানী ধরকে বারংবার ফোন করার পরে অন্য একজন মহিলা ফোন রিসিভ করে বলেন, ওনার মাথা ব্যাথা করতে এখন কথা বলতে পারবে না।
ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বিষয়টি দ্রত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনও জানিয়েছে, প্রয়োজনীয় অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ







