• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মধুপুরে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা তৈরিতে উঠান বৈঠক অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বেরিবাইদ ইউনিয়নের মজিদ বাজার এলাকায় মাগন্তিনগর কিন্ডারগার্টেন স্কুল মাঠে এ উঠান বৈঠক আয়োজন করা হয়।

বেরিবাইদ ইউনিয়ন পরিষদের প্যানেলের চেয়ারম্যান আসর আলী'র সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সিভিল জজ টাঙ্গাইল জেলার চীফ লিগ্যাল এইড (আইনি সহায়তা) আবু তাহের তাহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির আইন বিষয়ক অধ্যাপক ড. ওমর ফারুক,  অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন। এছাড়াও ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে গ্রাম আদালতের কার্যপ্রণালী, সুবিধা, বিরোধ নিষ্পত্তির সহজ পদ্ধতি এবং স্বল্প সময় ও ন্যায়ে বিচার পাওয়ার সুযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, গ্রাম আদালত হলো গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার পাওয়ার সহজ মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে বিচার ব্যবস্থার ওপর চাপ কমানো এবং মানুষকে তাদের ন্যায়বিচারের অধিকার সম্পর্কে সচেতন করা গ্রাম আদালতের অন্যতম উদ্দেশ্য।

বক্তারা আরও জানান, গ্রাম আদালতের মাধ্যমে সমঝোতা ভিত্তিক বিচার কার্য সম্পন্ন হওয়ায় সামাজিক সম্পর্ক অটুট থাকে এবং মামলা-মোকদ্দমার ঝামেলা থেকেও মানুষ রক্ষা পায়। এজন্য সকলকে গ্রাম আদালত সম্পর্কে আরও জানার এবং প্রয়োজনে এ সেবা গ্রহণ করার আহ্বান জানান তারা।

উঠান বৈঠকের শেষে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম ও সুবিধাসম্পর্কিত বিভিন্ন তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
রাজশাহী নগরজুড়ে চাঁদাবাজদের দৌরাত্ম্য
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
ভাঙ্গুড়ায় নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ‘অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ কর্মসূচি পালিত
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ