• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে পরকীয়ার জেরে সংঘর্ষ, প্রেমিক নিহত

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া    সম্পর্কের জের ধরে  সংঘর্ষে প্রেমিক আয়নাল হক (৪৫) নামের এক ব্যক্তি  নিহত হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে গ্রেপ্তার করেছে তাড়াশ থানা  পুলিশ।   
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম উত্তরপাড়ার বাসিন্দা বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুন (৩৫) এর সাথে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হক (৪৫) এর দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিলো।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিহত আয়নাল হক তার প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করে। ঘটনাটি টের পেয়ে সাকিরুনের বাবা, ভাই ও প্রতিবেশীরা মিলে আটক করে  আয়নাল হককে বেধড়ক মারপিট করে ছেড়ে দেয়। আহত অবস্থায় আয়নাল হক পুণরায় তার পরিবারের লোকজন নিয়ে সাকিরুনের বাড়িতে আক্রমণ করতে আসলে দ্বিতীয় দফা সংঘর্ষে আয়নাল হক গুরুতর আহত হোন। তাকে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে, রাত তিন টার সময়  সে মারা যায়। এ ঘটনায় পুলিশ সাকিরুন খাতুনের ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭) কে গ্রেফতার করেছে।

তাড়াশ থানার অফিসার- ইন -চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন,  ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজন কে গ্রেফতার করা হয়েছে।  নিহতের পরিবারে পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
রেলওয়ের সকল ট্রেডে পদোন্নতির দাবিতে সৈয়দপুরে রেল শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে
সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধের বিরুদ্ধে
নলছিটিতে রাতের অন্ধকারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা
নলছিটিতে রাতের অন্ধকারে ছাত্রদল নেতার ওপর দুর্বৃত্তের হামলা