• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কী সুখবর দিলেন মেহজাবীন চৌধুরী

   ৯ মার্চ ২০২৫, ০৩:০৭ পি.এম.

বিনোদন প্রতিবেদক
১৩ বছরের প্রেম, অতঃপর বিয়ে; গত ২৪ ফেব্রুয়ারি নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নবদম্পতি। এর মধ্যেই সুখবর দিলেন অভিনেত্রী। বললেন, ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে তার ‘সাবা’ সিনেমাটি।

ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘সাবা’ দিয়েই নাম লিখান সিনেমায়। নির্মাতা মাকসুদ হোসেনের এই সিনেমা দেশে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি।

এখানেই থেমে যায়নি ‘সাবা’র সাফল্য। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরুতে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। আর সেখানেই মেহজাবীনের ‘সাবা’র জয়জয়কার! অর্থাৎ, সেই উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশি এই ছবিটি।

সামাজিক মাধ্যমে এই সুসংবাদটি ভাগ করে নেন মেহজাবীন নিজেই। এর আগে, ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয় এসব তথ্য। আর সেটি শেয়ার করেই আনন্দ প্রকাশ করেন মেহজাবীন চৌধুরী।

অভিনেত্রী লিখেছেন, ‘আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম “সাবা”। টিমের সকলকে অভিনন্দন।’

‘সাবা’তে মেহজাবীনের পাশাপাশি আরও অভিনয় রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত ঋতাভরীর
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
ওয়েস্টার্ন লুকে গ্ল্যামার গার্ল ফারিণ
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা
১০০ কোটির সম্পত্তির মালিক সামান্থা