• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘আইসিইউতে আছে পাকিস্তানের ক্রিকেট’

   ১২ মার্চ ২০২৫, ১২:৫১ পি.এম.

 ক্রীড়া ডেস্ক

পাকিস্তান ক্রিকেট মানেই যেন পরিবর্তনের খেলা। ২০১৯ সাল থেকেই পাকিস্তানের কোচিংস্টাফ থেকে দলের অধিনায়ক পদগুলোতে কোনো দৃঢ়তা নেই। এ সময়ে কোনটার স্থায়ীত্ব ছয়মাসের ওপরে যেনো উঠেই নেই। বোর্ডের শীর্ষ পদ বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে ক্রিকেটার থেকে কোচ, নির্বাচকদেরও।

যার জন্য আইসিসি ইভেন্টে ভরাডুবি হচ্ছে পাকিস্তানের। এমনটাই মনে করেন দেশটির সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। এমনকি তার ভাষ্যে  পাকিস্তানের ক্রিকেট নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে আছে।

সবশেষ তিনটি আইসিসি ট্রফি থেকে পাকিস্তান শুধু যে খালি হাতে ফিরেছে তাই নয়, বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। এর সবশেষ দৃষ্টান্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ৮ দলের টুর্নামেন্টে মোহাম্মদ রিজওয়ানের দলের অবস্থান ছিল সপ্তম। প্রাইজমানিও পেয়েছে সবচেয়ে কম। এদিকে আসন্ন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে অধিনায়ক রিজওয়ান ও বাবর আজমকে ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াড সাজানো হয়েছে। 
 
যেখানে অধিনায়ক সালমান আলী আঘা। দলের সহ-অধিনায়ক করা হয়েছে শাদাব খানকে। তিনি আবার দীর্ঘদিন ধরে ফর্মে নেই। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আফ্রিদি, তার ভাষ্যে কীসের ভিত্তিতে শাদাবকে দলে ফেরানো হলো। 

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রেভিস ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ব্রেভিস ঝড়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
বিকেএসপির ফুটবলারদের প্রথম জাপান যাত্রা
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন
রুবেলের প্রতিবাদ: সাদা পাথর লুট বন্ধ করুন