• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দর্শক ভালোবাসায় সিক্ত কম আলোচনায় থাকা ‘উৎসব’

   ১০ জুন ২০২৫, ০১:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

ঈদে মুক্তি পাওয়া সব কম প্রচারণায় ছিল ‘উৎসব’। কিন্তু  মুক্তির পর  চমকে দিয়েছে ‘উৎসব’ নামের এক সাদা-সিধে পারিবারিক গল্প। কেবল চমক নয়, হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা হয়ে উঠেছে এটি দর্শকদের কাছে। হলভর্তি মানুষ, চোখে জল আর মুখে প্রশংসা—এটাই এখন ‘উৎসব’–এর আসল পোস্টার।

ঢাকার সিনেমা হলগুলোতে গেল তিন দিন ধরে প্রতিটি শো যাচ্ছে হাউসফুল। সরেজমিনে দেখা গেছে, অনেকেই পরিবার নিয়ে এসেছেন ছবিটি দেখতে। হল থেকে বের হয়ে কারও চোখ ভেজা, কেউ আবার মৃদু হাসছেন। বেশিরভাগের মুখেই এক অভিন্ন প্রতিক্রিয়া—ভাবতেই পারিনি এত ভালো সিনেমা হবে!

একজন দর্শক বললেন, এই ঈদে সত্যিকার অর্থেই পরিবার নিয়ে দেখার মতো একটা সিনেমা পেয়েছি। ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বলতে যেটা বোঝায়, এটাই সেটা।

আরেকজন বললেন, তাণ্ডবের মধ্যে একটা উৎসবের মতো ছবি দরকার ছিল। নস্টালজিয়ায় নিয়ে গেল। ক্লাসিক কাল্ট হয়ে থাকবে।"

কেউ কেউ তো এক ধাপ এগিয়ে বলেই ফেললেন—উৎসব না দেখলে মনে হবে আপনি এই ঈদে কোনো সিনেমাই দেখেননি!"

এই ভালোবাসায় আপ্লুত পরিচালক তানিম নূর। বলেন, এটা একেবারেই অভূতপূর্ব অভিজ্ঞতা। 'উৎসব' যেন সত্যিই ঈদের মধ্যে এক আলাদা উৎসব তৈরি করে দিয়েছে। প্রতিটি শো হাউসফুল, মানুষ কথা বলছে, অন্যদের জানাচ্ছে—এটাই আমাদের বড় অর্জন।

তানিম নূর আরও যোগ করেন, আমরা শুরু থেকেই বলে আসছি—এই সিনেমা পরিবার ছাড়া দেখা নিষেধ। সেই সতর্কতা মানুষ মেনেও চলেছে। পরিবার নিয়েই আসছে, আর উপভোগ করছে।

ডোপ প্রডাকশনস এবং লাফিং এলিফ্যান্ট প্রযোজিত ‘উৎসব’-এর কাহিনি লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া। অভিনয়ে এক অনন্য তারকাবহর—জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল