• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মাদারীপুর-১,২ আসনে মনোনয়ন পেলেন নাদিরা ও জাহান্দার

মাদারীপুর প্রতিনিধি    ৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ ও ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেলেন নাদিরা আক্তার ও জাহান্দার আলী জাহান।

দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী।

অন্যদিকে মাদারীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। তিনি
সাবেক সরকারি নাজিম উদ্দিন কলেজ ও বর্তমান মাদারীপুর সরকারি কলেজের সাবেক জিএস ছিলেন এবং বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন।

দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের মতামত, সাংগঠনিক অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে এ দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে মাদারীপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মনোনয়ন।

স্থানীয় সচেতন ও রাজনৈতিক মহলে এ মনোনয়নকে ঘিরে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিবচর এলাকায় মরহুম মিঠু চৌধুরীর জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে নাদিরা আক্তারের প্রার্থিতা নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইনের মাধ্যমে মধুপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইনের মাধ্যমে মধুপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু