• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অন্তর্বাসের বালাই নেই! রাস্তায় ছেঁকে ধরছেন ছবিশিকারিরা

   ৩০ জুন ২০২৫, ০৫:৪২ পি.এম.
খুশি মুখোপাধ্যায় ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

মুম্বইয়ের রাস্তায় আজকাল প্রায় সময় দেখা যাচ্ছে এক কন্যাকে। তিনি নাকি উর্ফী জাভেদকেও ছাপিয়ে গিয়েছেন! তিনি খুশি মুখোপাধ্যায়। পদবি থেকেই বোঝা যায়, বাঙালিনী। ইদানীং সমাজমাধ্যমে যখন-তখন দেখা যাচ্ছে তাঁকে। পরিচিতি পাচ্ছেন দুঃসাহসী পোশাকের কারণে।

এমনই পোশাক পরছেন তিনি, হাত দিয়ে ঢেকে রাখতে হচ্ছে নিজের শরীর। কখনও গাড়ি থেকে নামছেন হাত দিয়ে নিতম্ব ঢাকতে ঢাকতে। আবার কখনও শুধুই ঊর্ধ্বাঙ্গ ঢেকেছেন, নিম্নাঙ্গের কাপড় হাওয়ায় উড়ে যাচ্ছে, স্পষ্ট হয়ে যায় তিনি অন্তর্বাস ছাড়াই বেরিয়েছেন। খুশি অবশ্য আত্মবিশ্বাসী, ছবিশিকারিদের দিকে তাকিয়ে হাসছেন সপ্রতিভ।

বিস্তর বিতর্ক হচ্ছে এই বাঙালিনীকে নিয়ে। মুম্বইয়ে ছোট পর্দার বহু অভিনেত্রীই প্রতিবাদ জানিয়েছেন খুশির এই সব কাজের। কলকাতার বাঙালি মেয়ে কী ভাবে এমন সাহসিনী হয়ে উঠলেন? কে এই খুশি?

কলকাতায় জন্ম। বয়স প্রায় ২৯ বছর। স্নাতক স্তর অবধি পড়েছেন মুম্বইয়েই। কলেজে পড়ার সময়ই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন। যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে, ২০১৩ সালে। সে ভাবে ছাপ ফেলতে পারেননি। তার পর বেশ কিছু হিন্দি ছবিতে ছোট ছোট চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু নজর কাড়তে পারেননি। খুশি প্রথম পরিচিতি পান এমটিভি-র একটি রিয়্যালিটি শোয়ের মাধ্যমে।

কিন্তু কাঙ্ক্ষিত পরিচিতি যেন পাওয়া হচ্ছে না খুশির! এর মধ্যে অবশ্য খুশি মুখোপাধ্যায় প্রাপ্তবয়স্ক বেশ কিছু ছবিতে কাজ করা শুরু করে দেন। অভিনেত্রী নিজেই জানান, তাঁর নামের একটি সাইট রয়েছে যেখান থেকে ভালই উপার্জন হয় তাঁর। সম্প্রতি এই খুশি চর্চায় উঠে এসেছেন তাঁর পোশাকের কারণে। কেউ তাঁকে ‘নগ্ন’ বলেছেন, কারও মতে ‘এমন পোশাক পরে বাইরে বেরোলে জরিমানা দেওয়া উচিত।’

যদিও লোকের এ সব অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী। তাঁর সাফ কথা, ‘‘কেউ কি আমার যৌনাঙ্গ দেখতে পেয়েছেন! তা হলে এত কথা বলছেন কেন?’’ আবার কেউ কেউ উর্ফীর সঙ্গে তাঁর তুলনা টেনে খুশিকে খাটো করার চেষ্টা করেছেন। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘‘প্রথম প্রথম উর্ফীও তো এমন সব পোশাকই পরতেন, তাই না? এখন ওঁর বড় দল রয়েছে। আমিও সেই জায়গায় পৌঁছোলে তেমন দল থাকবে। এখন তো একাই সব করতে হয়।’’

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
হিরো আলমের ওপর হামলার অভিযোগ
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিদ্রাসুর’
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল
আসিফ আকবর-আতিফ আসলামের জীবনযাত্রায় মিল